১৬৫ বছরের প্রাচীন পুরুলিয়ার লাগদা ষোলআনা দুর্গাপূজা । সাবেকিয়ানা রূপে পূজা হন মা দুর্গা এখানে বিশেষত্ব রয়েছে দুর্গা পূজার ভাসানের দিন রাঘবপুর থেকে রঘুবর এবং শ্যামরাই কে নিয়ে আসা হয় দুর্গা ভাসানের দিন। পুজোর চার দিন গ্রামের সকলেই নিরামিষ খাবার খান । পূজোর প্রস্তুতি শেষ লগ্নে কচিকাঁচা থেকে শুরু করে সকলের মনেই এখন উৎসবের আনন্দ ।