প্রয়োজনে নেপাল থেকে আগত শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করে দিবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, শুক্রবার কোচবিহারে জানালেন সংস্থার চেয়ারম্যান। উল্লেখ্য উত্তপ্ত নেপালে আটকে রয়েছে এদেশের বহু শ্রমিক। তারা নেপালের কাকরভিটা হয়ে পানি ট্যাংকি হয়ে এ রাজ্যে প্রবেশ করছে। এই সময় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নেপালে ব্যাংক বন্ধ থাকায় অনেক শ্রমিকদের কাছে পর্যাপ্ত টাকা থাকছে না। এপ্রসঙ্গেই এদিন কোচবিহারে NBSTCচেয়ারম্যান কে জানিয়েছেন শুনে নেব