বুনিয়াদপুরের বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমের উদ্যোগে করম পূজোর আয়োজন করা হলো।রবিবার সন্ধ্যা ৭.৩০ নাগাদ এই করম পুজো উপলক্ষে বুনিয়াদপুরের বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমে পুজোর আয়োজনের পাশাপাশি ধামসা মাদলের তালে নাচ-গান অনুষ্ঠিত শুরু হয়। বনবাসী কল্যান আশ্রম ও জনজাতি সমাজের পক্ষ থেকে এই করম পূজোর আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবাসী কল্যাণ আশ্রমের প্রান্ত সংগঠন সম্পাদক খগেন সরেন,দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক উত্তম কর্মকার ,দক্ষিণ দিনাজপুর জেলা