মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রামচন্ডি দ্বিতীয় খন্ড এলাকা বৃহস্পতিবার পরিদর্শন করেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। জেলা আয়ুক্তের নির্দেশে রিলায়েন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এখানকার নাগরা, জৈন, কুকি,ও কাটাল পুঞ্জি এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন ZPM দিলোয়ার হোসেন বড়ভুইয়া। এদিনের পরিদর্শন শেষে বিকেল সাড়ে ছয়টা নাগাদ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খুব দ্রুত এই এলাকাগুলো মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে।