গঙ্গা ও ফুলাহার নদীর জল ঢুকে প্লাবিত করেছিল বিলাই মারি অঞ্চলের একাধিক গ্রাম। নদী ভাঙ্গনে বহু পরিবার নিজেদের বাড়িঘর সবকিছুই হারিয়ে ফেলেছিল। ইতিমধ্যেই গঙ্গা নদীর জল নামতেই প্লাবিত এলাকা থেকে জল নেমেছে।কিন্তু জল নামলেও পরিবারগুলো আর বাড়ি ফিরতে পারছেন না।রাস্তার পাশেই পরিবারের সদস্য গবাদি পশুর সকলকে নিয়ে দিন কাটাচ্ছে।বহু পরিবার বাড়িঘর হারিয়ে ফেলায় কোথায় যাবে তার কোন নিশ্চয়তা নেই। প্লাবিত হওয়ার কারণে বহু পরিবারের বাড়িঘর শেষ হয়ে গেছে। পুনর্বাসন দাবি।