ডাকাত সন্দেহে গ্রেফতার দুই যুবক,উদ্ধার লোহার রড হাঁসুয়া।হাড়োয়া ব্লকের মাদারতলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় গতকাল মাঝরাতে কর্তব্যরত অবস্থায় হাড়োয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাদারতলা চত্বরে হানা দেয়, তারপর সেখানেই ২৮ বছরের সেখ আব্দুল সকের এবং ২৫ বছরের পিন্টু মোল্লা নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তাদের বয়ানে অসঙ্গতি মেলে, তারপর শুরু হয় তল্লাশি অভিযান, তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি লোহার রড এবং একটি হাঁসুয়া। হাড়োয়া থানার পুলিশ