মদের ঠেক তৈরীর বিরুদ্ধে সোচ্চার মহিলারা। কারও হাতে ঝাড়ু, কারও হাতে জুতো—স্লোগান একটাই, “আমরা ভাটিখানা চাই না”। মঙ্গলবার দুপুরে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১১২ উপনচৌকি গ্রামের মহিলারা বিক্ষোভে শামিল হয়ে ভাটিখানা নির্মাণের কাজ বন্ধ করে দেন। কয়েক বছর ধরেই এলাকায় ভাটিখানা তৈরির গুঞ্জন চলছিল। ইতিমধ্যেই জমি ভরাট থেকে ঘর তৈরির প্রস্তুতি শুরু হলে মহিলারা তেঁড়ে এসে নির্মাণ বন্ধ করেন।