Download Now Banner

This browser does not support the video element.

গঙ্গাজলঘাটি: দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো তিনটি থানা এলাকার সেরা পুজো কমিটি দের পুরস্কৃত করা হবে

Gangajalghati, Bankura | Sep 12, 2025
আসন্ন দুর্গাপুজো আগেই দুর্লভপুর ট্রাক এসোসিয়েশন পক্ষ থেকে থানা অনুযায়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় কে পুরস্কৃত করা হবে। প্রথম কে ট্রফি ও পঁচিশ হাজার টাকা, দ্বিতীয় কে ট্রফি ও কুড়ি হাজার টাকা এবং তৃতীয় কে ট্রফি এবং পনেরো হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।আলোকসজ্জা,নিয়মনীতি,প্রতিমা মণ্ডপ সজ্জা সেরা গর্বের নিয়ম নীতি অনুযায়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় কে পুরস্কৃত করা হবে তার আজ মোখিক ভাবে ঘোষণা করা হল।
Read More News
T & CPrivacy PolicyContact Us