ফালাকাটা ব্লকে হাতির হানা অব্যাহত। কখনও জলদাপাড়া জাতীয় উদ্যান, কখনও খয়েরবাড়ি ফরেস্ট থেকে বেরিয়ে হাতি হানা দিচ্ছে লোকালয়ে। তছনছ করে দিচ্ছে ফসলের ক্ষেত। ভাঙচুর করছে ঘরবাড়ি। রবিবার গভীর রাতে ফালাকাটার লচমনডাবরিতে একপাল হাতি হানা দেয়। স্থানীয়দের প্রায় দেড় বিঘা জমির পটল এবং ঝিঙে খেত তছনছ করেছে হাতিগুলি। লছমন গোয়ালার দেড় বিঘা জমিতে চাষ করা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার লছমন সহ অন্যান্যরা হাতির হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। হাতির হানা রুখতে বনদপ্তর