দক্ষিণ জেলা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে দুদিন ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক কলা উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া বিলোনীয়া পুরাতন টাউন হল মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্টানের শুভ উদ্ভোদন করেন বিধায়িকা স্বপ্না মজুমদার সঙ্গে ছিলেন বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ ভাইস চেয়ারম্যান শিখা নাথ, দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক দীলিপ দেববর্মা সহ অন্যান্যরা। জেলা ভিত্তিক দুদিন ব্যাপী কলা উৎসবে দক্ষিণ জেলা থেকে নাচ,গান,ন