গতকাল রাতে বিশালগড় থানাধীন করইমুড়া বাজারে শাহিদুল ইসলামের ইলেকট্রিক দোকানে চোরের ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা ভেঙ্গে বৈদ্যুতিক পাখা এবং বৈদ্যুতিক তারের কয়েল নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে দোকানে এসে দেখতে পান এই ঘটনা খবর দেয়া হয় থানায়। পরবর্তী সময়ে এলাকার জনগণ তেবাড়িয়া কুখ্যাত চোর পরিতোষ দেবনাথ এর বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া জিনিস। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় থানায় ছুটে আসেন পুলিশ। ঘটনার স্থল থেকে পালিয়ে যায় কুখ্যাত চোর।