ইঁদমেলাকে দেখতে ব্যাপক মানুষের ভিড়। জামবনি ব্লকের গদরাশোল মহিষামুড়া ইঁদমেলা কমিটির উদ্যোগে আয়োজিত হচ্ছে ইঁদমেলা । মেলাকে ঘিরে মেতে ওঠেন এলাকাবাসীরা। এদিন বিকেল নাগাদ অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় গদরাশোল মহিষামুড়া ইঁদমেলা প্রাঙ্গণে। এলাকার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকা এবং পড়শী রাজ্য ঝাড়খণ্ড থেকেও আসেন মেলা প্রেমী মানুষ জন। মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় মানুষের মধ্যে।