কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে হামলা চালিয়েছে বিজেপি অভিযোগ তুলে তারই প্রতিবাদে শনিবার শান্তিপুরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলো কংগ্রেস কর্মীরা। সূত্রের খবর, কলকাতায় প্রদেশ কংগ্রেসের অফিস বিধানভবনে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি নেতা কর্মীদের। আর তারই প্রতিবাদে শনিবার শান্তিপুরে পথঅবরোধ করে কংগ্রেস নেতা কর্মীরা। এদিন পথঅবরোধের পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করে। প্রায় 30 মিনিট চলে এই কর্মসূচি।