দুর্গা পুজোয় শ্রমিকদের বোনাসের দাবিতে ঝাড়গ্রামে কাঞ্চন ওয়েল মিলের শ্রমিকদের নিয়ে বৈঠক করলেন INTTUC-র জেলা সভাপতি মহাশীষ মাহাতো । মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে কদমকাননে অবস্থিত কাঞ্চন ওয়েল মিলের শ্রমিকদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন INTTUC-র জেলা সভাপতি মহাশীষ মাহাতো । জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলকারখানায় কর্মরত শ্রমিকদের দূর্গা পুজোয় সরকার নির্ধারিত বোনাসের দাবিতে আন্দোলন গড়ে তুলছে জেলা তৃণমূলের শ্রমিক সংগঠন।