পূর্ব মেদিনীপুর জেলা কাকটিয়াবাজারে তৃণমূলের পথসভা থেকে বিস্ফোরক বক্তব্য রাখেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তমলুকে কে দাঁড়াবে তার নাম প্রস্তাব করেন এই সভা থেকে সাথে সাথেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে অকথ্য ভাষায় আক্রমণ করেন বলেন "মুখে জুতো মেরে জামা ঘষে দিতে হবে তুই দেখে যা"তমলুকের বিধান কুমার মহাপাত্র বলেন এটা তার ব্যক্তিগত মতামত।বিজেপি নেতা বলেন 26শে নির্বাচনে এদের জুতোপেটা করে বাংলাদেশেপাঠিয়ে দেবে