Download Now Banner

This browser does not support the video element.

মথুরাপুর ২: খাড়ী অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত রায়দিঘির বিধায়ক

Mathurapur 2, South Twenty Four Parganas | Aug 29, 2025
মুখ্যমন্ত্রী মমতা_বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক_বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়দিঘী বিধানসভা কেন্দ্রের খাড়ী অঞ্চলে "আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার" ক্যাম্পে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে এলাকার জনগণের সমস্যা ও সরকারি প্রকল্পের যে সমস্ত সুবিধা এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তি পাইনি সে সমস্ত সে সমস্ত ব্যক্তির কাগজপত্র জমা নেওয়া হয়। উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা ও জেলা পরিষদ সদস্য উদয় হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ..
Read More News
T & CPrivacy PolicyContact Us