নিমেষেই গঙ্গা গিলে খাচ্ছে গোটা এলাকা।মুলিরামটোলা গ্রাম জুড়ে এতটাই তীব্রতর ভাঙ্গন হচ্ছে যার জেরে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চোখের সেই তলিয়ে যাচ্ছে নদী পাড়ের অংশ। এবছরের ভাঙ্গনে বহু পরিবার নিজেদের বাড়িঘর ভিটেমাটি সব কিছুই গঙ্গা গর্ভে হারিয়ে ফেলেছে। নদীর জলস্তর নামতেই ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।অসহায় হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। এই ভাঙ্গনের আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে দিয়েছে। তবে যে হারে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে তাতে গ্রাম নিশ্চিহ্ন হবে।