পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনদা শিবি হলদিয়া টাউনশিপ সেক্টর বাসস্ট্যান্ডে। দুপুর ১টা থেকে শুরু হয় এই শিবির। উপস্থিত ছিলেন হালদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল,HDA চেয়ারম্যান জ্যোতির্ময় কর,পরিবহন দপ্তরে আধিকারিকসহ অন্যান্যরা। যেসব শ্রমিকরা সামাজিক সুরক্ষা পোটালে নাম নথিভুক্ত করেনি তাদের নাম নথিভুক্ত করণ করা হয়। সেই সঙ্গে কি কি সুবিধা পাবে তুলে ধরা হয়। মাসিক পেনশন, দুর্ঘটনারজনিত বীমা সুবিধার কথা তুলে ধরা হয় এই সভায়।