হরিপাল ব্লক প্রশাসনের উদ্যোগে বাসুদেবপুর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুলে মডেল ভিজুয়াল ক্লিন ভিলেজ প্রকল্পের অধীন বিদ্যালয়ে সাফাই অভিযান কর্মসূচি। প্লাস্টিক বা পলিথিন ব্যবহার বর্জন বা প্লাস্টিক বর্জ্য যথাস্থানে ফেলে পরিবেশকে দূষণমুক্ত করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দা ধোলে অধিকারী, বি ডি ও পারমিতা ঘোষ, স্কুলের সভাপতি স্বরূপ মিত্র, প্রধান শিক্ষক ফাল্গুনী মন্ডল ও অন্যান্যরা।