পাঁশকুড়া যশোদা কালিবাজার ব্যবসায়ী কল্যান সমিতির কালীপুজো,শুক্রবার কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে কালীপুজোর খুঁটি পূজা সম্পন্ন হয়।, এ বছর ৫৮ তম বর্ষে, পদার্পণ করল পুজা।উপস্থিত ছিল পাঁশকুড়া পঞ্চায়ে সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত,তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।