This browser does not support the video element.
বালি-জগাছা: হাওড়া বেলুড়ে মঠে শিল্প মন্দিরের মাঠে স্বামী বিবেকানন্দ কাপের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
Bally Jagachha, Howrah | Sep 11, 2025
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তির স্মরণে রাজ্যের ক্রীড়া দফতর ও আইএফএর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা হল। বৃহস্পতিবার বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে এই কাপের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, খদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক গৌতম চৌধুরি, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, জেলাশাসক ডঃ পি দিপাপ প্রিয়া সহ ময়দানের তিনপ্ ধানের কর্মকর্