পুজোর আগেই ঢাকের তালে কোমর দুলিয়ে বহরমপুরবাসীর মন জয় করলেন বাংলা ছবির সুপারস্টার দীপক অধিকারী তথা দেব এদিন বহরমপুর শহরের ওয়াই এম এ ময়দানে দেব অভিনীত বাংলা ছবি রঘু ডাকাতের প্রচারে শহর দেখলে টলিউড ধামাকা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি রঘু ডাকাত , এই ছবির পরিচালক সহ একাধিক কলাকুশলীরা এসেছিলেন বহরমপুরে এই ছবির প্রমোশনের জন্য। কাতারে কাতারে সাধারণ মানুষ দেব দর্শনে ভিড় জমিয়েছিল আজ সন্ধ্যায় । যদিও বিকেল থেকে বহরমপুরের শহরের নেমে আসে অ