ভগবানগোলা, মুর্শিদাবাদ – জীবনের কঠিনতম লড়াই লড়ছেন আখরীগঞ্জ মদনপুরের কাজলা বিবি। গত চার মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন তার ছেলে সাফিকুল ইসলাম। সংসারের হাল ধরতে না পেরে ভেঙে পড়েছে গোটা পরিবার। স্ত্রী রফিকুলকে ছেড়ে চলে গেছেন আগেই। এখন দুই নাবালিকা মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে মা ও ছেলের। একসময় সাফিকুল ছিলেন একজন দক্ষ টেলার। নিজস্ব দোকান ছিল, ভালোই আয় করতেন। কিন্তু ধীরে ধীরে দোকান বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই সংসারের ভার ভেঙে পড়ে তার উপর।