ভগবানগোলা, ২৯ আগস্ট: উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিক। জানা গেছে, ২৪শে আগস্ট ভগবানগোলার কানা পুকুরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে জনশতাবদি এক্সপ্রেসে ভুবনেশ্বর গিয়েছিলেন শ্রমিকরা। শ্রমিকদের মধ্যে ছিলেন ফারাক্কার তিনজন, লালগোলার তিনজন, রানীতলা থানার অন্তর্গত নসিপুর গ্রামের একজন এবং ভগবানগোলা থানার কাশিপুর গ্রামের একজন। কাজে যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর ব্যাপকভাবে হামলা চালায় একদল দুষ