ফালাকাটার দেওগাঁয়ের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা বেহাল,চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার দেওগাঁয়ের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার পিচের চাঁদর উঠে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ।ফলে বেরিয়ে পড়ছে কাটা পাথর।উপযুক্ত সংস্কারের অভাবে গোটা রাস্তায় পিচের চাঁদর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা সহ নিত্য যাত্রী ও পরিবহন কর্মীরা। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব এ