গত ৩০ অগাষ্ট শনিবার বৈকাল ৪-৩০ নাগাদ বর্ধমান হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হল একটি ৬ বছরের বাচ্চার। আজ রবিবার বেলায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত শিশুর নাম সুর্য দাস। বাড়ি মেমারি থানার অন্তর্গত বাগিলা গ্রামে। বাবার নাম জীবন দাস। পরিবার সূত্রে জানা যায় বাবা জীবন দাসের একটি ফাস্ট ফুর্ডের দোকান আছে। গত ২৫ অগাষ্ট সোমবার দুপুরে চাউমিনের জন্য বড় ডেকচিতে জল গরম করে রেখেছিল বাড়িতে। সেই সময় প্রথম শ