Download Now Banner

This browser does not support the video element.

বারাবনী: দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির; ক্ষতিপূরণের দাবিতে দেন্দুয়া মোড়ে 17 ঘণ্টা অবরোধ-অশান্তি, ধৃত 3 জনকে জেলা আদালতে পেশ

Barabani, Paschim Bardhaman | Sep 4, 2025
দেন্দুয়া মোড়ে মৃত ব্যাক্তির ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে অশান্তির ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হলো গত মঙ্গলবার রাত্রে দেন্দুয়া ইসিএল হাসপাতাল সংলগ্ন এলাকায় দেন্দুয়া- কল্যাণেশ্বরী রাস্তার উপর। একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় শ্রীরামপুরের বাসিন্দা অশোক মাহাতোর। এই ঘটনায় প্রথমে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোড অবরোধ করা হয় , পরে সে রাতেই অবরোধ উঠে আসে আসানসোল-চিত্তরঞ্জন রোডের উপর দেন্দুয়া মোড়ে। পরিবারের
Read More News
T & CPrivacy PolicyContact Us