গভীর রাতে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার দেগুন গ্রামের একটি ইটভাটাতে চুরির ঘটনা ঘটলো। এই ঘটনায় ইটভাটার অফিসে থাকা নগদ ৬৫ হাজার টাকা এবং একটি সিসিটিভি ক্যামেরা যন্ত্রাংশ খোয়া গিয়েছে।ইটভাটার মালিক নবাব শরীফ বলেন আজ সকালে ভাটাতে এসে দেখি অফিস ঘরের দরজায় তালা ভাঙ্গা।। ভেতরে গিয়ে দেখতে পাই লন্ডভন্ড হয়ে রয়েছে আলমারি ও খোলা রয়েছে। আলমারিতে নগদ ৬৫ হাজার টাকা ছিল সেটিও খোয়া গেছে। সমস্ত চুরির ঘটনা অফিস ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছে।