সাম্প্রতিক সময়ে বাজারে পেঁয়াজ, টমেটো, কুমড়ো, ঢেঁড়স সহ নানা ধরনের সবজির মূল্য আকাশছোঁয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ যখন নাভিশ্বাস উঠছে এই মূল্যবৃদ্ধিতে, তখন এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় সবজি ঢেলে দেন।