রবিবার কামাখ্যাগুড়ি রেলস্টেশনে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন এক যুবক। তাকে তড়িঘড়ি উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। আহত ওই যুবকের নাম রঞ্জিত দেবনাথ।দক্ষিণ নারারথলিতে তার বাড়ি। সে কামাখ্যাগুড়ি রেলস্টেশনে রংয়ের কাজ করছিল। কাজের স্থানে থাকা একটি বাঁশ সরানোর জন্য চেষ্টা করছিল রঞ্জিত। সেসময় অসাবধানবশত বাঁশটি রেল লাইনের উপরে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হয়।