আজকে পুরুলিয়া দু নম্বর ব্লকের আগয়া নড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সংঘ গুলির বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল স্থানীয় নড়রা গ্রামে । এদিন বস্তুত সংঘ গুলির সারা বছরের কাজকর্ম, আর্থিক আয় ব্যয়ের হিসাব নিকাশ এবং আগামী দিনে সংঘ গুলির কাজকর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।