ফের হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বাড়ির একখানা অংশ, বিপাকে সুইসা গ্রামের এক পরিবার, অন্যের বাড়িতে নিতে হচ্ছে ঠাঁই পুরুলিয়াতে চলছে অঘোষিত বন্যা। প্রবল বৃষ্টির জেরে জেলার পাশাপাশি বাঘমুন্ডির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। সেই মতো সুইসা গ্রামের এক পরিবারের বাড়ির অর্ধেক অংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল। বাড়ির সদস্য কৃষক হরিবোলা গোপ সোমবার বিকাল ৫ টা নাগাদ জানান স্ত্রী ছেলেমেয়ে সহ চারজনের বসবাস এই বাড়িতে। কিন্তু টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙ্গ