ধর্মনগরে গাড়ি চালককে মারধরের প্রতিবাদে বিএমএস-এর ডাকে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ কদমতলা তিমাথা এলাকায়। গতকাল ধর্মনগরে এক গাড়ি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সংগঠন বিএমএস এর ডাকে আজ কদমতলার তিমাথায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএমএস নেতৃত্ব দ্রুত ন্যায়বিচার দাবি করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।