ধীরে ধীরে গতি পাচ্ছে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ। জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন চকভৃগু গোবিন্দপুর এলাকায় শুরু হয়েছে রেলের ফ্লাইওভারের তৈরির কাজ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নির্ধারিত জায়গা খালি করার কাজ শুরু করেছে রেল। দ্রুততার সাথে কাজ শুরু হয়েছে আগামী দুবছরের মধ্যে এই কাজ শেষ হবে বলেই রেলের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। দুই দফায় বালুরঘাট হিলি রেল লাইনের কাজ করা হবে।