শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টিপাতের যেরে বীরভূমের রামপুরহাট রেল ফটক দুয়ার রাস্তায় জমেছে জল, যার ফলে সমস্যায় পড়েছে পথচারীরা। শুক্রবার সকাল থেকেই দফাই দফাই বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পরল রামপুরহাট রেল ফটক দুয়ার রাস্তা আর যার ফলে হাঁটু ভর্তি জল জমেছে ওই রাস্তায় সমস্যায় পড়েছে সমস্ত পথচারীরা। বলা যেতেই পারে টানা বৃষ্টিপাতের ফলে হাঁটু ভর্তি জল জমেছে রামপুরহাটের রেল ফটক দুয়ার রাস্তায় আর যার ফলে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্ত পথচারীরা।