প্রাপ্তি নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে ৫৪০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বেলগুমা পুলিশ লাইন থেকে দশ জন প্রকৃত মালিকের হাতে হাতে মোবাইল ফোন তুলে দিলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। বাকি মোবাইল ফোনগুলি নিজেদের থানা থেকে সংগ্রহ করতে বলা হয় প্রকৃত মালিকদের ।