ভগবানগোলা-২, মুর্শিদাবাদ: সরলপুর হাই স্কুলের চত্বর আজ যেন মেলার মাঠ। সকাল থেকেই সাধারণ মানুষের ঢল— কারও অভিযোগ পানীয় জলের সমস্যা, কারও রাস্তা বা বিদ্যুতের দাবি, কেউ আবার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন। প্রকল্পের নাম “আমাদের পাড়া আমাদের সমাধান”। আর সেই প্রকল্প ঘিরেই তৈরি হলো উৎসবের আবহ। এদিনের শিবিরে গ্রামের মানুষজন সরাসরি সরকারি কর্মী ও জনপ্রতিনিধিদের সামনে তাঁদের সমস্যা তুলে ধরেন। কর্তৃপক্ষ আশ্বাস দেন, প্রায় ৯০ দিনের মধ্যে সব সমস্যার স