আউশগ্রামের বিল্বগ্রাম সর্বজনীন দুর্গাপুজোর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর সেই পুজো উদ্বোধনের অনুষ্ঠান জনসম্মুখে তুলে ধরা হয়। আর সেই উপলক্ষ্যে পুজো মণ্ডপের সামনে উদ্যোক্তাদের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, জেলা পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি সুব্রত মন্ডল, আউশগ্রাম-১ বিডিও শেখ কামরুল ইসলাম।