নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ইডি র হাতে গ্রেপ্তার হয়েছে বরঞার তৃনমুল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করেছেন জীবন কৃষ্ণ সাহা। এই প্রসঙ্গে এদিন বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদেরকে না বুঝিয়ে ইডি নিজেকে বোঝাক কোর্টকে বোঝাক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক।