চলন্ত মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে আহত যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ হাড়োয়া - রাধানগর রোডের ঝুজুর গাছা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় হাড়োয়া রাধানগর রোডের ঝুজুর গাছা সংলগ্ন এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে আহত হন ২৫ বছরের বিশ্বজিৎ মন্ডল নামে এক মোটরবাইক আরোহী।স্থানীয়রা ওই আহত যুবককে উদ্ধার করে চিকিৎসা করায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।