অচেনা নম্বর থেকে ফোন করে টাকা দাবি ও জেল খাটানোর হুমকি। আতঙ্কিত হয়ে থানায় ছুটলেন চাঁচল সদরের এক ব্যবসায়ী। শনিবার দুপুরে এক অচেনা নম্বর থেকে হিন্দি ভাষায় ফোন আসে ওই ব্যবসায়ীর মোবাইলে। অভিযোগ, এক যুবক ফোনে বলেন, তিনি নাকি ওষুধের অর্ডার করেছিলেন, যা পরে বাতিল করা হয়। তাদের লোক বাড়িতে গেলেও পাইনি। ব্যবসায়ীর নামে দিল্লীতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে হুমকি শোনানো হয়। দ্রুত ২২০০ টাকা না পাঠানো হলে চাঁচল থানাতেও অভিযোগ দায়ের করা হবে