৩১ রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঐকান্তিক প্রচেষ্টায়, ৩১ আর কে পুর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আগামী ২৪ আগষ্ট বিকাল ৪টায়, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হাত ধরে মনসা মঙ্গল প্রতিযোগিতার প্রধান হতে যাচ্ছে । এই বছরের মনসামঙ্গল প্রতিযোগিতায় আহ্বায়কের দায়িত্ব রয়েছেন আর কে পুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম, সম্পাদক সৌমিত্র ভট্টাচার্যী, মনসামঙ্গল প্রতিযোগিতার প্রচারের দায়িত্বে রয়েছেন।