পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিককে গতকাল রাতে পেছনে ধাওয়া করে প্রাণে মেরে ফেলা চেষ্টা চালালো একদল দুষ্কৃতী | এমনই অভিযোগ সিসিটিভি ফুটের সহ দায়ের করা হল আজ |শেখ শাহজাহান মল্লিক সহ পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন |