বার চাকার চাল বুঝাই লরি ঘিরে সন্দেহ এলাকাবাসী ও পুলিশের মধ্যে । ঘটনা বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চড়িলাম পুরান বাড়ি নেতাজি সংঘ ক্লাবের সামনে ৮ নং জাতীয় সড়কে। মাল বুঝাইলোরি গাড়ির চাকা ফেটে যায়। দীর্ঘ প্রায় তিন ঘন্টা যাবত গাড়ির চালক এবং সহচালক গাড়ি ফেলে রেখে চলে যায়। দুইটি থার গাড়ি বারবার ঘোরাফেরা করছিল লড়িটির কাজ দিয়ে।