দিনহাটার 'মা ক্যান্টিনে' প্রথম দিনেই উপচে পড়লো রোগীর আত্মীয় স্বজন ও অন্যান্যদের ভিড়। রোগীর আত্মীয় এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের সুবিধার কথা ভেবে দিনহাটা মহকুমা হাসপাতালের ভেতরেই চালু হলো ৫ টাকার 'মা ক্যান্টিন'। ভাত, ডাল, ডিম, সবজি সহকারে তৃপ্তি ভরে মা ক্যান্টিনে খেতে পারবেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা। সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডলের হাত ধরে এই মা ক্যান্টিনের সূচনা হয়।