সদূর উওরপ্রদেশ থেকে পুরুলিয়ায় পুঞ্চা লৌলাড়া কলেজে SSC পরীক্ষা দিতে এলেন এক যুবক। রাজ্য জুড়ে চলছে নবম দশম শ্রেণির জন্য এসএসসি পরীক্ষা। রবিবার বেলা ১০ টা থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা দেখা গেলো এদিন।উওরপ্রদেশের আজমগড় এর যুবক রাহুল যাদব পরীক্ষা কেন্দ্রে আসেন।তিনি জানান,আজ তাঁর ভূগোলের পরীক্ষা রয়েছে। পরীক্ষা ব্যাবস্থা নিয়ে কোনো সমস্যা নেই।