৯৯ বছর পরেও তিনি এক এবং অদ্বিতীয়। আজ ৩রা সেপ্টেম্বর, বাংলা সিনেমার কিংবদন্তি উত্তম কুমারের জন্মদিন। জন্মের প্রায় একশো বছর পার হয়ে গেলেও তাঁর জনপ্রিয়তা, তাঁর ম্যাজিক আজও একইরকম টাটকা। বাঙালির মনে তিনি এখনও সেই একমাত্র মহানায়ক। ৩ সেপ্টেম্বর সেই মহানায়ক উত্তম কুমারের শততম জন্মদিন। চিরঅম্লান মহানায়কের জন্মশতবর্ষ বুধবার সারা বাংলা জুড়ে শ্রদ্ধা ও আবেগের আবহে পালিত হচ্ছে।