Download Now Banner

This browser does not support the video element.

আলিপুরদুয়ার ২: শামুকতলায় দুর্গা প্রতিমা বিসর্জন মানেই জনস্রোতে মহিলা পুরুষের নৃত্য

Alipurduar 2, Alipurduar | Oct 2, 2025
শামুকতলায় বিসর্জনের শোভাযাত্রা মানেই জনস্রোত এমনটাই দেখা গেল বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ। বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন হবে বৃহস্পতিবার লাল পুল ঘাটে। ‌ সন্ধ্যা নামতেই পূজো কমিটির কর্মকর্তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করছেন শামুকতলার বিভিন্ন পথে। ‌ একদিকে ডিজে অন্যদিকে আলোকসজ্জা যেন রীতিমতো কম্পন তৈরি হয়ে গেছে শামুকতলা এলাকায়। বিসর্জন মানেই শামুকতলায় জনস্রোত বহু বছর ধরে এটাই চলছে শামুকতলা ট্র্যাডিশন।‌ কড়া পুলিশ প্রহরা রয়েছে শোভাযাত্রায়। ‌
Read More News
T & CPrivacy PolicyContact Us