আসানসোল CBI বিশেষ আদালতে কয়লা পাচার কাণ্ডের শুনানি হলো না এক সাক্ষীর অনুপস্থিতির কারণে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিতে আদালতে হাজির হোন কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মন্ডল সহ একাধিক কয়লা কারবারিরা।আজ এক স্বাক্ষীর অনুপস্থিতি থাকায় আদালতে শুনানি না হওয়ার ফলে পরবর্তী শুনানীর দিন ধার্য্য করে CBI এর বিশেষ আদালত আজ দুপুর ৩টায়। এর আগে ২৯ জুলাই কয়লা পাচার কান্ডে আসানসোল বিশেষ সিবিআই আদালতে সাক্ষী দিয়েছিলেন কোল ইন্ডিয়ার সিএমড