শনিবার গোলেনাওহাটি পঞ্চায়েতের পাইকারটারি এলাকায় সেরাজুল মিয়াঁ ও জিয়ারুল মিয়াঁ নামে দুই ভাইয়ের মধ্যে প্রায় দুই শতক জমি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এদিন সেরাজুল মিয়াঁ জমি মাপতে আমিন ডাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়। জিয়ারুল মিয়াঁ মাথায় গুরুতর আঘাত পান। উভয় পক্ষের একে অপরকে দোষারোপ করে। এই ঘটনায় চাঞ্চল্য ছাড়াই এলাকায়। পুলিশ জানায় ঘটনার তদন্ত করা হচ্ছে।